জিপি হাউজে টেলিনর ইয়ুথ ফোরাম নিয়ে রোড শো

গ্রামীণফোন তরুণদের জন্য জিপিহাউজে টেলিনর ইয়ুথ ফোরাম নিয়ে একটি রোড শো আয়োজন করে। রোডশো তে আমন্ত্রিত তরুণ‌্যকে টেলিনর ইয়ুথ ফোরাম এবং এতে সংযুক্ত হবার উপায় নিয়ে জানানো হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনে ক্যারিয়ার গড়ার উপায় সম্পর্কেও আলোকপাত করা হয়। টেলিনর হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান অনুষ্ঠানটি পরিচলনা করেন এবং এতে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবিরা অংশ নেন। টেলিনর গ্রুপ এবং নোবেল পিস সেন্টার এর উদ্যেগে পরিচালিত টেলিনর ইয়ুথ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাাচিত তরুণ তরুণীরা পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন।

Share This:

*

*