হ্যাকারমুক্ত আইসিটি ডিভিশনের ওয়েবসাইট

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হ্যাক হওয়া ওয়েবসাইটটি মাত্র দুই ঘন্টায় হ্যাকারের কবল মুক্ত করা হয়েছে। গতকাল দুপুর ২.৩০টা নাগাদ এই ওয়েবসাইটটি হ্যাক করা হয় এবং বিষয়টি নজরে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রচেষ্টায় মাত্র দু’ঘন্টার মধ্যে হ্যাকারের কবল মুক্ত করা হয়। ফলে বিকাল ৪.৩০টা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।

তবে হ্যাকড হওয়ার সাথে সাথে তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের সাথে যোগাযোগ করা হলে তিনি অতি দ্রুত ওয়েবসাইটটি হ্যাকার মুক্ত করার কাজ চলছে বলে আশ্বস্ত করেন।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাত্র দু’ঘন্টায় নিজস্ব ওয়েবসাইটটি পুন:উদ্ধারের মাধ্যমে দেশের ডিজিটাল মাধ্যম ও অবকাঠামো কেন্দ্রিক সক্ষমতা অর্জনের বহি:প্রকাশ ঘটাতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিদেশী রাষ্ট্র থেকে এই আক্রমণ করা হয়েছে এবং সুনির্দিষ্ট আক্রমণটি চিহ্নিত করতে তা আরও অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে।  আইসিটি ডিভিশনের ওয়েবসাইটিতে আজকের এই আক্রমণের ফলে ওয়েবসাইটটিকে আরও বেশী আকারে সুরক্ষিত রাখতে এখন থেকে আরও বেশী মাত্রায় সচেষ্ট থাকবে এবং ডিজিটাল মাধ্যম ও অবকাঠামোগুলোর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া বলেই আইসিটি ডিভিশন বিশ্বাস করে।

হ্যাকড হওয়ার পর যা ছিলো –

ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা যায়, সেখানে হলুদ কালিতে লেখা ‘হ্যাকড বাই রাহু’। তিনি নিজেকে একজন ভারতীয় হিসেবে দাবি করেছেন। হ্যাকিংযের কাজটিও করেছেনে নিজ দেশেই বসে । হ্যাকার দলটির নাম ‘লুলজসেক ইন্ডিয়া’। ওয়েবসাইটটি নিরাপত্তা জনিত ত্রুটি রয়েছে বলেও হ্যাকড পেজটিতে উল্লেখ করা হয়।

Share This:

*

*