৫ম গ্লোবাল ফিন্যান্সিয়াল সামিট আয়োজনে হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তির অত্যাধুনিক উদ্ভাবন ও আর্থিক সংস্থাগুলোকে ডিজিটালে রূপান্তরকরণের ক্ষেত্রে সেরা পদ্ধতি অবলম্বন করার লক্ষে সম্প্রতি চীনের বেইজিং-এ অনুষ্ঠিত ৫ম গ্লোবাল ফিন্যান্সিয়াল সামিট আয়োজনে অংশ নিয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে।  এবারের সামিটে শ্লোগান ছিলো ‘লিডিং নিউ আইসিটি, ফুয়েলিং ডিজিটাল ফিন্যান্স ট্রান্সফরমেশন’। এশিয়ান ব্যাংকার, বারক্লেইস, ইন্টেল এবং ইনফোসিসসহ বিশ্বের প্রায় ৮০০টিরও বেশি আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ সামিটে অংশ নেন। উক্ত সামিটে এবিসি-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং প্যাক্টেরা-এর সঙ্গে যৌথভাবে মোবাইল ব্যাংকিং সল্যুশনের বিষয়টি ঘোষণা দেয় হুয়াওয়ে।
মোবাইল ফিন্যান্সকে কেন্দ্র করে ডিজিটাল ব্যাংকিং কোর সল্যুশন প্যাক্টেরার সঙ্গে যৌথভাবে প্রচার করেছে হুয়াওয়ে, যা মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেটে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হবে। এছাড়া আর্থিক খাত সংশ্লিষ্ট ১২টি সল্যুশন সামিটে প্রদর্শণ করে হুয়াওয়ে, যার মধ্যে রয়েছে ‘ক্লাউড ফিন্যান্স’, ‘বিগ ডাটা ফিন্যান্স’ এবং ‘ওমনি-চ্যানেল ফিন্যান্স’।

এ প্রসঙ্গে হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের প্রেসিডেন্ট লিউ লিমিন বলেন, “অদূর ভবিষ্যতে ব্যাংকগুলো হবে এক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের ব্যাংকিং কার্যক্রমের অনুমোদনও থাকবে। আর্থিক সংস্থাগুলোতে প্ল্যাটফর্ম, সম্পদ, কর্মী এবং সাপ্লাই চেইন একটি অপরটির সঙ্গে কার্যকরভাবে যুক্ত থাকবে। আর্থিক সেবাপ্রদানকারীদের প্রযুক্তিগত অবকাঠামো, সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস বা নকশা, সুনির্দিষ্ট বিশ্লেষণ, দক্ষ সহযোগিতা, চ্যানেলে নতুনত্ব ও নিরাপদ ব্যবস্থাপনার সমন্বয়ে প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে সহযোগিতার ব্যাপারে হুয়াওয়ে দৃঢ়-প্রতিজ্ঞ।” বিশ্বব্যাপি শীর্ষস্থানীয় ছয়টি ব্যাংকসহ ৩০০টিরও বেশি আর্থিক সংস্থার সঙ্গে সল্যুশন প্রদানের মাধ্যমে কাজে নিয়োজিত রয়েছে হুয়াওয়ে। ক্লাউড কম্পিউটিং-এর ক্ষেত্রে নতুনত্ব এবং বিগ ডাটাভিত্তিক প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের লক্ষে হুয়াওয়ের সঙ্গে ১২টির বেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও স্বাধীনভাবে কর্মরত সফটওয়্যার ডেভেলপারদের অংশীদারিত্ব আছে। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্ম রূপান্তর, পণ্যে নতুনত্ব ও চ্যানেল সার্ভিস ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে আর্থিক সংস্থাগুলোকে দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে সহযোগিতা করাই হচ্ছে হুয়াওয়ের মূল উদ্দেশ্য।

Share This:

*

*