গতকাল রাজধানীর লেকশোর হোটেলে এক জমাকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বেসিস স্মার্ট কার্ড । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। স্মার্ট কার্ড সম্পর্কে বলেন বেসিসের সদস্য কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, সোনিয়া বশির কবির, রিয়াদ এস এ হোসেনসহ অংশীদারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, একসময় বাংলাদেশে আইসিটি বলে কেনো খাত ছিলো না। কৃষিভিত্তিক অর্থনীতিতে দাঁড়িয়ে ছিলাম আমরা। কিন্তু বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে। আমাদের সরকার ব্যবসা করবে না, ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবে। যার মাধ্যমে ব্যবসায়ীকে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখবে। তিনি প্রত্যাশা করেন, বেসিস একসময় বিজেএমইএ এর মতো শক্তিশালী সংগঠন হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাত যেভাবে এগিয়ে গেছে তা বেসিসের সদস্যদেরই অবদান। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা দেয়া হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে। আমরা প্রত্যাশা করি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে এই খাত অনেকাংশে এগিয়ে যাবে।
বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বেসিস সদস্যদের জন্য এটি একটি বিশেষায়িত সেবা। দীর্ঘদিন ধরে সদস্যরা এ ধরণের কার্ড বা সেবার দাবি জানিয়ে আসছিলেন। দেরিতে হলেও কার্ডটি দিতে পারে আমরা আনন্দিত। আপাতভাবে ১৫টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা হলেও আগামীতে আরও প্রতিষ্ঠান যুক্ত করা হবে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলো শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।