বাংলাদেশের বাজারের জন্য বিশ্বখ্যাত মাল্টিমিডিয়া স্পীকার ব্র্যান্ড মাইক্রোল্যাব এর অফিশিয়াল চ্যানেল ডিস্ট্রিবিউটর হয়েছে দেশের শীর্ষস্থানীয় আইটি হার্ডওয়্যার প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। সম্প্রতি মাইক্রোল্যাব ইলেকট্রনিক্স কোঃ লিঃ বাংলাদেশের বাজারে তার ব্যবসায়, চ্যানেল কাভারেজ এবং দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায়, মাইক্রোল্যাব ইলেকট্রনিক্স বাংলাদেশের অন্যতম বৃহৎ পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ কে কয়েক মাস পূর্বে চায়নার শেনজেন এ তাদের প্রধান কার্যালয়ে ব্যবসায়িক আলোচনার জন্য আমন্ত্রন জানায়। দুই প্রতিষ্ঠানের মধ্যোকার ফলপ্রসু আলোচনার ভিত্তিতে মে ২০১৭ হতে বাংলাদেশের বাজারে মাইক্রোল্যাব এর চ্যানেল ডিস্ট্রিবিউটর হিসেবে স্মার্ট টেকনোলজিসকে নিযুক্ত করা হয়।
মাইক্রোল্যাব পণ্যের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
