র‌্যানসমওয়্যার আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতার

এখন এক আতঙ্কের নাম ম্যালওয়ার র‌্যানসমওয়্যার। বাংলাদেশেও এই ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পেতে চলছে নানান রকম সচেতনতামুলক কমসুর্চী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার র‍্যানসমওয়্যার বিষয়ে টেলিযোগাযোগ বিভাগে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগও জনসচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা হাতে নিয়েছেে এবং জনসচেতনতামুলক একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। র‍্যানসমওয়্যার থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের নিজেদেরেকেই সর্তক থাকতে হবে বলে পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ সাইবার ইমারজেন্সি রেসপন্স টিম (সিআইআরটি ডটগভ ডটবিডি) ম্যালওয়্যার র‍্যানসমওয়্যার থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে নিজেদের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করেছে।

ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম থেকে কম্পিউটারে র‌্যানসমওয়্যার আক্রমনের বেশি কিছু অভিযোগ এসেছে।  ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও টেলিভিশন চ্যানেল আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আক্রমনের ঘটনা বাংলাদেশে ঘটেনি। তবে বিশেষজ্ঞদের পরার্ম হলো ব্যবহারকারীদেরকে নিজেদেরই সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই ম্যালওয়্যার সম্পর্কে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে পাঠানো পরামর্শ জনস্বার্থে তুলে ধরা হলো-

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.cirt.gov.bd/wannacry-ransomeware-how-to-protect-yourself/

Share This:

*

*