চট্টগ্রামের আবাসন শিল্পকে ডিজিটাল প্লাটফর্মে আনবে বিপ্রোপার্টি

চট্টগ্রামের আবাসন শিল্পের বিকাশের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মে আনতে কাজ করবে  দেশের শীর্ষ আবাসন বিষয়ক অনলাইন প্লাটফর্ম বিপ্রপার্টি ডটকম (www.bproperty.com)। গত সোমবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় বিপ্রোপার্টি। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ আবাসন ব্যবসায়িরা অংশ নেন। অনুষ্ঠানে চট্টগ্রামের রিয়েল এস্টেট সেক্টরকে ডিজিটাল প্লাটফর্মে আনার পরিকল্পনা ঘোষণা করে বিপ্রপার্টি ডটকম। এ সময় উপস্থিত ছিলেন বিপ্রপার্টি ডটকমের পরিচালন প্রধান রেজবিন আহসান ও বিপণন ব্যবস্থাপক মনজুর মোরশেদ।

রেজবিন আহসান বিপ্রপার্টি ডটকমের বিভিন্ন সুবিধা তুলে ধরে বলেন, বিপ্রপার্টি ডটকমে রয়েছে দেশের সবচেয়ে বড় আবাসন ডেটাবেইস। যেকোনো অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন এই ওয়েব পোর্টালে দেওয়ার আগে বিপ্রপার্টি ডটকম সেটার মালিকের সঙ্গে চুক্তি করে এবং পরবর্তীতে সরেজমিনে পরিদর্শন করে ওই বাড়ি বা ফ্ল্যাটটিকে ভেরিফাই করা হয়। এতে করে বাড়ি ভাড়া কিংবা কেনার সময় একজন ক্রেতা বা ভাড়াটিয়াকে কোনো ধরনের ঝামেলা বা হয়রানির শিকার হতে হয় না। এছাড়া ফ্লাট কিংবা সম্পত্তি ক্রয়-বিক্রয়ে বিপ্রপার্টি ডটকম ক্রেতাকে যে কোনো আইনি সহায়তা দিয়ে থাকে। যে কেউ বিপ্রপার্টি ডটকমের ওয়েবসাইটটিতে www.bproperty.com গিয়ে বাড়ি ভাড়া নিতে ও কিনতে পারবেন।

Share This:

*

*