আইসোশ্যাল এর সাথে চুক্তিবদ্ধ হলো সিম্ফনি মোবাইল

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল চুক্তিবদ্ধ হলো আইসোশ্যাল এনজিওর সাথে। আইসোশ্যাল এর ‘কল্যাণী’ নামক একটি নারী সংগঠন আছে যারা মূলত গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে। কল্যাণী সংগঠনের নারীরা যারা গ্রামের মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিভিন্ন ধরণের নিত্য প্রয়জনীয় দ্রব্যাদি স্বল্পমূল্যে বিক্রয় এবং সেবা প্রদান  করে থাকে।

চুক্তির আওতায় কল্যাণীতে যে সব নারী কাজ করেন তারা সিম্ফনির ফোন গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের দোরগোরায় পৌঁছে দিবে এবং ভবিষ্যৎ এ সিম্ফনি মোবাইলকে আরও প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতেও পৌঁছে দিতে কল্যাণী প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব বিক্রিত মোবাইলের বিক্রয়োত্তর সেবাও তাঁরা নিশ্চিত করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর, মাকসুদুর রহমান এবং আইসোশ্যাল এর সিইও, ডক্টর অনন্য রায়হান। এসময় আরও উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের ডিরেক্টর অব মার্কেটিং, আশরাফুল হক এবং হেড অব কর্পোরেট সেলস, শিহাব উদ্দীন চৌধুরী।

Share This:

*

*