উদ্বোধন করা হলো ইয়ুথ অপরচুনিটিস এর মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপের উদ্বোধন উপলক্ষে বুধবার রাজধানীর কাওরান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। ইয়ুথ অপরচুনিটিস বিশ্বের ২০০টির বেশী তরুনদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ , বৃত্তি, সম্মেলন ইত্যাদির সর্ম্পকে জানবার এক অনন্য প্লার্টফর্ম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ইয়ুথ অপরচুনিটিস এর সহ প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর ও মাকসুদ মানিক। মোবাইল অ্যাপ সমন্ধে বলতে গিয়ে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ ধরনের উদ্দ্যেগকে সব সময় প্রাধান্য দিয়েছে এবং সহযোগিতা করে আসছে। তবে এর কারন একটাই তরুনরা যেন ডিজিটাল সার্ভিস এবং প্রোডাক্টে নতুন পরিবর্তন আনার সুযোগ পায়। তিনি আরও বলেন, এটি গর্ব করার বিষয় যে ইয়ুথ অপরচুনিটিস শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরও লাখো তরুনদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমি মনে করি মোবাইল অ্যাপটি এই উদ্দ্যেগকে আরো বিস্তৃত ভাবে ছড়িয়ে দিতে অর্থবহ ভুমিকা পালন করবে। প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর বলেন, www.youthop.com ওয়েব সাইটটি তরুনদের যাবতীয় সুযোগ অন্বেষনের জন্য সবচেয়ে বড় অনলাইন নেটওয়ার্ক এবং এর পরিধি বিশ্বব্যাপী। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় এই উন্মুক্ত সাইটটি প্রতিমাসে ১২ লাখ বারের মতো দেখা হয়। তরুনদের উন্নতি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করে ইয়ুথ অপরচুনিটিস। আর তার ফলস্বরুপ ওয়েবসাইটটি ইতিমধ্যেই বিভিন্ন আর্ন্তজাতিক সন্মাননায় ভুষিত হয়েছে। যার মধ্যে কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ও ফোর্বস থার্টি আন্ডার থার্টি উল্লেখযোগ্য। মোবাইল অ্যাপটি তরুনদের কে তথ্য হাতছাড়া হওয়া এবং সময় মত জানতে না পারার আশঙ্কা থেকে মুক্ত রাখে বলে জানায় অ্যাপটির নির্মাতারা।