দেশে ইন্টারনেটের দক্ষ ব্যবস্থাপনায় তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (বিআইজিএফ) চেয়ারপারসন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসঙ্গে এছাড়াও ভিডিও কল করতে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে দেড় লাখ টাকা দিয়ে অনুমতি নেয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে মানবাধীকার কর্মীসহ সবাইকে সোচ্চার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সেমিনার হলে ‘বাংলাদেশ কনসালটেশন অন এপিআরআইজিএফ ২০১৭’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় অংশীজনের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে সাইবার আইন, সাইবার পুলিশ ও সাইবার আইন বিষেশজ্ঞ তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি হাতের নেয়ার গুরুত্ব তুলে ধরে হাসানুল হক আরও বলেন, ‘ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করেই অল্প দিনের মধ্যেই সাইবার আইন তৈরির কাজ শেষ হবে। আর আগামী ২ মাসের মধ্যে আসবে সম্প্রচার আইন।’
চলতি বছরের ২৬-২৯ জুলাই ব্যাংককে অনুষ্ঠেয় ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (এপিআরআইজিএফ) ২০১৭’তে অংশগহণের প্রস্তুত হিসেবে বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (বিআইজিএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে।
বাক-স্বাধীনতার মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভূক্তির দাবি জানিয়ে হাসানুল হক ইনু আরও বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য নিরাপদ ও বিনামূল্যে ইন্টারনেট জরুরি। কারণ, এটি জনগণের সক্ষমতাবৃদ্ধিমূলক প্রযুক্তি। একইসঙ্গে সবুজ, টেকসই, ডিজিটাল এ ত্রিমাত্রিক উন্নয়নের জন্য ইন্টারনেটকে আরও জনমুখী করতে হবে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিআইজিএফের মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড: এম মাহফুজুল ইসলাম, মেট্রোনেট লিমিটেডের সৈয়দ আলমাস কবির, ইন্টারনেট সোসাইটি’র সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, আইএসপিএবি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক, বিআইজিএফের নির্বাহী সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, সুশীল প্রতিনিধি খান মোহাম্মদ কায়সার, বাংলা উইকিপিডিয়া’র প্রশাসক নূরুন্নবী চৌধুরী, বিটিআরসি’র প্রতিনিধি ইশতিয়াক আরিফ, জাতিসংঘের ইন্টারনেট গর্ভনেন্স ফোরামে (আইজিএফ) মাল্টি স্টেকহোল্ডার এডভাইজারি গ্রুপের সদস্য ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি চেয়ারম্যান সুমন আহমেদ সাবির প্রমুখ।
সভায় বিআইজিএফ মহাসচিব আব্দুল হক অনু ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে .বাংলা’র স্বীকৃতিতে সংগঠনটির দীর্ঘ মেয়াদী আন্দোলনের কথা তুলে ধরেন। .বিডি ও .বাংলা সহজলভ্য ও সহজপ্রাপ্য করার দাবি জানিয়ে তিনি বলেন, ইন্টারনেটের উপযোগিতা বাড়াতে না পারলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। এ কারণে সবাইকে সমন্বিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় তরুণদের নিয়ে বিআইজিএফ এর আরো একটি অঙ্গপ্রতিষ্ঠান গঠনের ঘোষণা দেন সভার সঞ্চালক এএইচএম বজলুর রহমান।