সুবিধাবঞ্চিতদের হাতে সিম্ফনির ফোন

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল, আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর এ্যাডভান্সমেন্ট নীডস) এবং বেসরকারি সংস্থা ‘টেরে দেস হোমস’ (টিডিএইচ), ইতালিয়া এর মাধ্যমে মিরপুরের সি ব্লক বাউনিয়া বাধে অবস্থিত আরবান স্কুলে সুবিধাবঞ্চিত কিশোরীদের হাতে “যুক্ত হয়ে মুক্ত” প্রকল্প এর জন্য বিনামূল্যে মুঠোফোন ফোন তুলে দেয়া হয়।

কিশোরীদের হাতে মুঠোফোন তুলে দেন এডিসন গ্রুপ এর ডিরেক্টর অব মার্কেটিং ,  আশরাফুল হক, আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর এ্যাডভান্সমেন্ট নীডস) এর সেক্রেটারী জেনারেল, আমান উল্ল্যাহ, ‘টেরে দেস হোমস’ (টিডিএইচ), ইতালিয়া এর পক্ষ থেকে ম্যানেজার সিলভিয়া রোভেল্লি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ এর প্রফেসর,  মোস্তাক আহমেদ এবং মিরপুর সি ব্লক, ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর, আব্দুর রউফ নান্নু।

Share This:

*

*