দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট আগারগাঁওয়ের আইডিবি ভবনের কম্পিউটার সিটির বাৎসরিক মেলা “সিটিআইটি-২০১৭” কম্পিউটার মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কয়েকশত শিশু অংশগ্রহণ করে। আর তাদের পদচারণায় মূখরিত হয়ে উঠে বিসিএস কম্পিউটার সিটি। চার থেকে সাত, আট থেকে দশ ও এগার থেকে চৌদ্দ বছর বয়সীদের মধ্যে তিন বিভাগে অনুষ্ঠিত হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব। প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের তিনজন করে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে ধরা হয়। এছাড়াও মেলায় উপস্থিত প্রতিটি শিশুর মাঝে গ্লোবালব্র্যান্ড আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করে।