ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে “ সিএসই বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগীতা -২০১৭” বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে মার্চ ৩১, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এ প্রোগ্রামিং প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, অধ্যাপক এ এফ এম আব্দূর রউফ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএসই বিভাগীয় প্রধান জনাব কাজী হাসান রবিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
