ঠিক পর্দা ওঠার আগেই সময়ের পরিবর্তন হলো সিটিআইটি কম্পিউটার মেলার। আজ মেলা কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নিশ্চয়তা পাওয়া যায়। তবে আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে এই মেলা। সিটিআইটি কম্পিউটার মেলা আগের মতোই নয়দিন ধরে চলবে। ১৪ এপ্রিল শেষ হবে এই মেলা। এছাড়াও মেলার সব ধরণের আয়োজনেও কোনো ধরণের পরিবর্তন আনা হচ্ছে না।