দি একমি ল্যবরেটরিজ লিঃ এর বার্ষিক বিক্রয়ও বিপণন সম্মেলন২০১৬ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ঢাকায় ১৪ ই মার্চ ২০১৭ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৬ সালের ব্যবসায়ীক পর্যালোচনা এবং ২০১৭ সালের বিক্রয়ও বিপণন কর্মপরিকল্পনা আলোচনা করা হয়। সম্মেলনে ২০১৭ সালের নতুন প্রকল্প সমূহ এবং এক্মির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে ২০১৬সালে মূল্যবান অবদান রাখার জন্য সফল কর্মীদের পুরষ্কৃত করা হয়। দি এক্মি ল্যবরেটরিজ লিঃবাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় কোম্পানী হিসেবে আইএমএস (ম্যাট ডিসেম্বর ২০১৬) অনুসারে ৪১.৭৭% প্রবৃদ্ধি অর্জন করার রেকর্ড গড়েছে।২০১৬ সালে কোম্পানী সন্তোষজনক প্রেসক্রিপশন শেয়ার অর্জন করেছে। কোম্পানী বিভিন্ন দেশে ঔষধ রপ্তানী করছে এবং রপ্তানীতে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এক্মির উৎপাদন কারখানা ঢাকার ধামরাই এ অবস্থিত। এখানে রয়েছে ডেডিকেটেড সেফালোস্পোরিন প্লান্ট, লার্জ ভলিউম প্যারেন্টেরাল ইউনিট, সোলিড ডোজেজ ইউনিট এবং জেনারেল ইউনিট যেখানে হিউম্যান এবং ভেটেরিনারী ঔষধ উৎপাদন করা হয়।
সম্মেলনে দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর মাননীয় চেয়ারম্যান জনাব আফজালুর রহমান সিনহা, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিন্হা, পরিচালক জনাব রেজাউর রহমান সিনহা, পরিচালক জনাবা তাসনিম সিনহা, পরিচালক জনাব তানভির সিনহা, পরিচালক জনাব ফাহিম সিনহা, পরিচালক জনাবা সাবরিনা সিনহা, নির্বাহী পরিচালক-মার্কেটিং ম্যানেজমেন্ট জনাব আরশাদ-উল-আলম, পরিচালক (বিক্রয়) জনাব গোলাম রব্বানী ভূঁইয়া, পরিচালক (বিতরণ ও পিপিআইসি) জনাব এ. কে. এম. মশিউর রহমান খাঁন, পরিচালক (আন্তর্জাতিক ব্যবসায়) জনাব হুমায়ুন কবির, বিপণন ও ব্রান্ড ব্যবস্থাপনা উপদেষ্টা জনাব অনিমেষ পাল, মহাব্যবস্থাপক (বিক্রয়) জনাব মিনার হোসেন খান,মহাব্যবস্থাপক (বিক্রয়) জনাব গৌতম চক্রবর্তী, সেলস্ ম্যানেজার জনাব রাশিদুর রহমান রনজু, সেলস ম্যানেজার জনাব মোঃ মোখলেছুর রহমান মারুফ ও বিক্রয় ব্যবস্থাপনা বিভাগ, বিপণন বিভাগ, বিতরণ বিভাগ, সেলস্ অডিট ডিপার্টমেন্ট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ফ্যাক্টরী ও কর্পোরেট অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।