চলছে নেটওয়ার্ক ও সাইবার সিকিউরিটির উপর প্রশিক্ষণ কর্মশালা

২০ মার্চ, ২০১৭ থেকে রাজধানীস্থ সিক্স সিজনস হোটেল, গুলশান-২ এ আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, Asia-Pacific Network Information Centre (APNIC) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় শুরু হলো ‘Cyber Security & Network Security’এর উপর প্রশিক্ষন কর্মশালা।
গতকাল কর্মশালাটির উদ্বোধন করেন ফকির ফিরোজ আহমেদ, কো-অর্ডিনেটর, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সাইবার নিরাপত্তায় আরো বেশি শক্তিশালী করে তোলার লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণের কোন ব্যতিক্রম নেই। যত বেশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োজিত জনবলকে দক্ষ করে গড়ে তুলতে পারবো, আমাদের ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিরাপদ থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে বেসিস সভাপতি মুস্তাফা জব্বার বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ প্রশংসার দাবিদার। তবে কার্যক্রমের গতি আরও দ্রুততর করতে হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের সাইবার আক্রমণের শিকার হলে দ্রুততম প্রতিকারের ব্যবস্থা নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। বাংলাদেশের অনেক প্রশিক্ষক আন্তর্জাতিক প্রাঙ্গনে সফলতার সাথে অবদান রেখে চলেছেন। দেশের ব্যাংকিং খাতসহ অন্যান্য সব ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর জন্যও আহবান জানান তিনি। সর্বোপরি এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞগণকে আরও বেশি দক্ষ করে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জনাব আখতারুজ্জামান মঞ্জু, সাবেক সভাপতি, আইএসপিএবি ও আহমাদুল হক ববি, সভাপতি, বাক্কো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম এ হাকিম, সভাপতি, আইএসপিএবি। স্বাগত বক্তব্য রাখেন মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক, আইএসপিএবি। সার্বিক সঞ্চালনায় ছিলেন জনাব ইকবাল বাহার জাহিদ, পরিচালক, অপটিম্যাক্স কমিউনিকেশন্স লি.। এসময় উপস্থিত ছিলেন জনাব মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আইএসপিএবি; গাজী জিহাদুল কবির, পরিচালক, আইএসপিএবি ও জনাব নক্সাব ওমর রব্বানি উথান্ট, পরিচালক, আইএসপিএবি।

তিন দিন ব্যাপী এই কর্মশালায় প্রশি¶ণ দিচ্ছেন আন্তর্জাতিক স্বনামধন্য তথ্য প্রযুক্তিবিদ  Mr. Fakrul Alam, Security Specialist, APNIC, GZ Kabir, GM, BDCOM Online Ltd & Suman Kumar Saha, AGM, Systems, Amber IT Ltd.  কর্মশালায় বিভিন্ন আইএসপি, আইআইজি, পুলিশ, সিআইডি, ডিবি, পিবিআই, ডিএমপি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যাংক, বিটিআরসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রায় ৬৫ জন নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ গ্রহণ করছেন। রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক কিভাবে নিরাপদ ও ঝুকিমুক্ত রাখা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে জ্ঞানদান করা হবে। একই সঙ্গে যে কোন ধরনের সাইবার আক্রমণ মোকাবিলা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।

Share This:

*

*