এইচপি’র নতুন বিজনেস সিরিজ ল্যাপটপ বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের ৩৪৮ জি৪ সিরিজের নতুন কোর আই ফাইভ ল্যাপটপ। ইন্টেল ৭ম জেনারেশন প্রসেসর সম্পন্ন বিজনেস সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর ফোর র‌্যাম, ১৪.১ ইঞ্চি ফুল এইচডি এন্টিগ্লেয়ার ডিসপ্লে, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডিভিডি রাইটার, ব্লুটুথ, গিগাবিট ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৪৬৫০০ টাকা। এই সিরিজের ল্যাপটপে সবচেয়ে আকর্ষনীয় ফিচার হল এর ৭২০০ আরপিএম স্পীডের ১ টেরাবাইট হার্ডড্রাইভ। প্রায় একই কনফিগারেশন দিয়ে এই সিরিজের কোর আই থ্রি এবং কোর আই সেভেন ল্যাপটপও বাজারে পাওয়া যাচ্ছে। ল্যাপটপগুলোর সাথে ক্রেতাদের জন্য উপহার হিসেবে থাকছে একটি আকর্ষনীয় টি-শার্ট। বিস্তারিতঃ ০১৭৩০৭০১৯১০, ০১৭৩০৩১৭৭২১।

Share This:

*

*