বাংলালিংক গ্রাহকরা পাবেন চক্ষু পরীক্ষায় ছাড়

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক  তার প্রিয়জন গ্রাহকদের জন্য আরো লয়্যালটি সুবিধা নিয়ে আসার লক্ষে বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্মানীত প্রিয়জন প্লাটিনাম গ্রাহকরা এই চুক্তির মাধ্যমে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ সেবা পাবেন। চুক্তিটি রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিমিটেডে স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ কমার্শিয়াল স্ট্রাটেজি এন্ড প্লানিং আব্দুল্লাহ ফাইজ; লয়্যালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজার ইয়াসের আরাফাত হোসেন; বাংলালিংক প্রিয়জন টিমের ন্যাশনাল কোঅর্ডিনেটর লিহাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ডা: নিয়াজ আব্দুর রহমান এবং জেনারেল ম্যানেজার কাজী মেসবাউল আলম।

এই চুক্তির মাধ্যমে বাংলালিংক প্রিয়জন প্লাটিনাম গ্রাহকরা চক্ষু পরীক্ষা এবং পরামর্শ সেবায় ১০% ডিসকাউন্টের পাশাপাশি সার্জারিতে ৫% ডিসকাউন্ট পাবেন। এই অফারটি ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য। অফারটি পেতে গ্রাহকদের “নফবুব” লিখে “২০১২” নম্বরে পাঠাতে হবে।  বাংলালিংকের হেড অফ কমার্শিয়াল স্ট্রাটেজি এন্ড প্লানিং আব্দুল্লাহ ফাইজ বলেন, “বাংলালিংক তার গ্রাহকদের সাথে সবসময়ই একটি টেকসই সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী। আমাদের উদ্ভাবনী পণ্য এবং এক্সক্লুসিভ অফারসমূহ আমাদের নিয়মিত প্রচেষ্টার ফলাফল। এই চুক্তির মাধ্যমে আমাদের প্রিয়জন প্লাটিনাম গ্রাহকরা বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিমিটেডে দারুণ চিকিৎসাসেবার অভিজ্ঞতা পাবেন। এর মাধ্যমে আমাদের গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি পাবে এবং তাদের সাথে বাংলালিংকের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।” বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ নিয়াজ আব্দুর রহমান বলেন, “বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি এই নতুন চুক্তির মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা দারুণ সেবার অভিজ্ঞতা পাবেন। আমাদের হাসপাতালে তারা বিশ্বমানের সেবা পাবেন এবং প্রযোজ্য ডিসকাউন্ট তাদের সেবা গ্রহণের অভিজ্ঞতাকে আরো সুন্দর করবে”।

Share This:

*

*