প্রযুক্তিগত প্রশিক্ষনের শতকরা ৩০ ভাগ নারী – পলক

সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় গুগল উইমেন টেকমেকার্স বাংলাদেশ পর্বের আয়োজনে ঢাকার আগারগাওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চতুর্থবারের মত অনুষ্ঠিত  হয়  ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেশন ২০১৭ শীর্ষক সম্মেলন যেখানে সারা দেশ থেকে ৩০০ জন্য নারী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন। আর আজকের এ সম্মেলনেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক জানান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সকল প্রশিক্ষণে শতকরা ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে  ।

পলক বলেন, প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুগলের উইমেন টেকমেকার্সের কার্যক্রমের পরিধি বাড়ছে। আমাদের দেশের  উইমেন টেকমেকার্সের লিড রাখসান্দা রুখাম গুগলের সম্মেলনে শীর্ষ বক্তা হিসেবে বাংলাদেশকে গর্বিত করেছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে টেকমেকার্সের সকল উদ্যোগে পাশে থাকতে চাই। বর্তমানে নারীদের ক্ষমতায়নের সবচেয়ে বড় হাতিয়ার হলো তথ্য প্রযুক্তি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিস সহ-সভাপতি ফারহানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগের প্রধান লাফিফা জামাল ও গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী।

Share This:

*

*