‘কম্পিউটার পণ্য সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘সিটিআইটি ২০১৭ মেলা’। নয় দিনের এ মেলা শেষ হবে ৭ এপ্রিল। প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে প্রতিটি প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড় ও উপহার। এ ছাড়াও থাকবে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতাসহ আরও নানা আয়োজন।
মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে এতে প্রবেশের সুযোগ পাবে। সিটিআইটি ২০১৭-এর দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে র্যাফেল ড্র। এতে থাকবে ল্যাপটপসহ ১০টি আকর্ষণীয় উপহার।