৯ মার্চ থেকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে টানা তৃতীয়বারের মত দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭। এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সহ আরো অনেকে।
পলক বলেন, অগ্নিঝরা মার্চের পঞ্চম দিনে আমাদের আহবানে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আজকের এই সংবাদ সম্মেলনের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতাকে, মহান মুক্তি যুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন বিসর্জনকারী ৩০ লক্ষ শহীদকে, ২ লক্ষ মা-বোনকে যাঁদের সর্বোচ্চ আত্নত্যাগের ফলে আমরা একটি স্বাধীন-সার্বভৌম দেশ পেয়েছি। আরো স্মরণ করছি সে সকল বুদ্ধিজীবী ও পেশাজীবীদের যাঁরা ১৯৭১ সালের ৫ মার্চ স্বাধীনতা আন্দোলনের প্রতি আনুগত্য প্রকাশ করে পাকিস্থানী সামরিক জান্তাসহ সকল দোসরদের কাছ থেকে দেশকে মুক্ত করার দীপ্ত শপথ নিয়েছিলেন। দেশের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আমাদের দেশের হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আমরা টানা তৃতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছি “ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট”। তাই, বরাবরের মত আপনাদের মাধ্যমে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট ২০১৭ সম্পর্কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দ তথা দেশবাসীকে জানানোর অভিপ্রায়ে আজকের এই আয়োজন। তিনি আরো বলেন, আমরা এ বছর হাইস্কুলে প্রোগ্রামিং এর পাশাপাশি মেয়েদের জন্য ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট এবং শিশুদের জন্য জাতীয় শিশু কোডিং উৎসবের আয়োজন থাকছে। এসব আয়োজনের উদ্দেশ্য হলো, স্কুল শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তি জ্ঞান বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়,প্রয়োগ ও দক্ষতা বৃদ্ধি সম্পর্কে সচেতন করে তোলা,শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা এবং আগামী দিনে আমাদের শিক্ষার্থীগণ যাতে বিশ্বমানের প্রোগ্রামার হতে পারে, সে জন্য শক্ত ভিত্তি তৈরী করা। পলক আরো জানান, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০০৯ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর সার্বিক দিক-নির্দেশনায় আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। এ জন্য বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যার অন্যতম লক্ষ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা। এরই অংশ হিসেবে বর্তমানে ৬ষ্ঠ থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায় পর্যন্ত তথ্যপ্রযুক্তি বিষয়টি সবাইকে অধ্যয়ন করতে হয়। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়কে আরো জোরদার করা এবং দ্রুত পরিবর্তশীল এ বিষয়কে সময়ের সাথে তাল মিলিয়ে সময়োপযোগী করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
প্রতিযোগিতার বিচার কাজের ব্যবহার করা হবে আমাদের দেশে তৈরি আন্তর্জাতিক জাজ ইঞ্জিন কোডমার্শাল (www.codemarshal.org)। এরই মধ্যে www.nhspc.org নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সক্রিয় আছে প্রতিযোগিতার ফেসবুক পেজ (www.facebook.com/nhspcbd) এবং ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/NHSPC। প্রোগ্রামিং নিয়ে আমরা একটি ছোট পুস্তিকা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আগ্রহীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুটি অনলাইন ফোরামও কার্যকর করা আছে।
আগামী ৯ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোর অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনের পর্দা ওঠবে এবং আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ এর পর্দা নামবে।