লেনোভো ফ্যাব ২ বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে লেনোভো ব্রান্ডের ফ্যাব টু মডেলের নতুন ফ্যাবলেট। ৬.৪ ইঞ্চি আকৃতির এই ফ্যাবলেট এ রয়েছে ৩২ জিবি রোম, ৩ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডলবি সাউন্ড। এন্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম সহ রয়েছে মিডিয়াটেক এমটি৮৭৩৫ চিপসেট। দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহারের জন্য এই ফ্যাবলেটে ব্যবহৃত হয়েছে ৪০৫০ মিলিএম্পয়ার ব্যাটারি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১৬৯৯৯ টাকা। বিস্তারিত:০১৭৩০৩১৭৭৬৫।

Share This:

*

*