জাল টাকা সনাক্তকারি মোবাইল

বাংলাদেশে প্রথমবারের মতো জাল নোট সনাক্তকারি মোবাইল নিয়ে এলো উদ্ভাবনী মোবাইল ফোন ব্র্যান্ড ডিগো। ‘ডিগো ডিটেক্টর’ নামের এই ফোনটিতে জাল নোট সনাক্তকরণের জন্য আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করা হয়েছে। যা আকটি নির্দিষ্ট বাটনকে প্রয়োগ করে সহজেই ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটিতে শক্তিশালী ৩০০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার কারণে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। জাল টাকা সনাক্তকারণ ও পাওয়ার ব্যাংক সুবিধাছাড়াও ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী টর্চলাইট, যা দুইটি মোডে ব্যবহার করা যাবে। ফোনটিতে প্লাষ্টিক বডি ও মেটাল গার্ড দেওয়া হয়েছে। এছাড়াও বডির দুই পাশে কার্ভ থাকায় ফোনটি ধরতেও আরামদায়ক। ২.৪ ইঞ্চি স্ক্রিন ও জিএসএম ৯০০/১৮০০ ডুয়াল সিম সুবিধাসহ ফোনটিতে আরও রয়েছে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও করার সুবিধা, ওয়ারলেস এফএম রেডিও, লাউড স্পীকারে অডিও গান শোনার সুবিধা, ইন্টারনেট ও ব্লু-টুথ ব্যবহারের সুবিধা। এছাড়াও ফোনটিতে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। জাল নোট সনাক্তকারি মাল্টিপারপাস পাওয়ার ব্যাংক মোবাইলটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৭৯০ টাকায়।

Share This:

*

*