আইসিটি ডিভিশনের সাথে বাংলা লিংক সর্বপ্রথম অংশীদারিত্বের-ভিত্তিতে জনতা টাওয়ারে স্টার্ট-আপদের জন্য ইনকিউবিশন সেন্টার স্থাপন করেছি। আমরা চাই, এই সহযোগিতা অব্যাহত থাকুক। এজন্য আমরা আগামী পাঁচ বছরে প্রযুক্তি খাতে তরুণদের জন্য যে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, সরকারের সেবাগুলোকে ডিজিটাল প্লার্টফর্মে আনতে চাই, সে সকল খাতে আইসিটি ডিভিশন বাংলা লিংকের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। আজ দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ভিম্পেলকম (বাংলা লিংকের মুল কোম্পানী) এর গ্রুপ সিইও জিন-ইভস চার্লিয়ার তাঁর আগারগাঁওস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে প্রতিমন্ত্রী পলক এ কথা বলেন। এ সময় ভিম্পেলকম গ্রুপ সিইও জিন-ইভস চার্লিয়ার বলেন, সরকারের ভিশন ও বাংলা লিংকের ভিশন একই প্রকৃতির। তাই, বাংলা লিংক সরকারের যে কোন ডিজিটাল এজেন্ডায় অংশ নিতে চায়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা লিংকের সিইও এরিক অস, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারী, চীফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অব স্টেকহোল্ডার রিলেশন অফিসার হাসিনুল কুদ্দুস প্রমুখ।