বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্লাউড ভিপিএস সার্ভিস প্ল্যাটফর্মর্ মেট্রোস্কাই চালুর ঘোষণা দিল মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড। শনিবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার (বিআইসিসি) তে আয়োজিত বেসিস সফটএক্সপো ২০১৭তে নতুন সেবা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। মেট্রোস্কাই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে তথ্য-প্রযুক্তির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মোস্তফা জব্বার, ঢাকা চেম্বারের পরিচালক আতিক রব্বানি, আইটি বিশেষজ্ঞ এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর এম পানাহ এবং বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।
অনুষ্ঠানে বেসিসের প্রেসিডেন্ট মোস্তফা জব্বার বলেন, ‘আমাদের এখানকার বেশিরভাগ সংস্থা ক্লাউডের সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টায় আছে। কিন্তু তারা সেভাবে ক্লাউড সুবিধা ভোগ করতে পারে না। মেট্রোনেট ঠিক এই সময়ে এমন ঘোষণা দিল যা উদ্যোক্তাদের সুবিধা করে দিল।’ মেট্রোনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির বলেন, ক্লাউড প্ল্যাটফর্ম মেট্রোস্কাই ডেভেলপার, আইটি এবং ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে ক্লাউড সুবিধা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা প্রদান করবে। আমরা সফটএক্সপো ২০১৭’তে আমাদের পণ্য দেখাতে পেরে এবং প্লেস্কের সাথে অংশীদার হয়ে রোমাঞ্চিত। প্লেস্ক আপনাকে সফটওয়্যার ডিফাইনড ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল প্রদান করে।
যার ফলে আপনি অনেক উপায়ে আপনার অ্যাকাউন্টটি ম্যানেজ করার ক্ষমতা রাখেন। এর ভিতরে বিভিন্ন ফাইল, অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্টের ইমেইল অন্তর্ভূক্ত।
মেট্রোস্কাই এমন একটি বাস্তসংস্থান যা বিক্রেতা এবং ক্রেতাকে ব্যবসা পরিচালনার জন্য একই প্ল্যাটফর্মে নিয়ে আসে। মেট্রোনেটের বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট হাদি মোহাম্মদ বলেন, ‘ক্ষ্রুদ্র বিনিয়োগের মাধ্যমে আমাদের ক্লাউড পাটফর্ম দিয়ে গ্রাহকরা তাদের আইটি সামর্থ্য প্রতিনিয়ত উন্নত করতে পারবে।’