শুরু হতে যাচ্ছে বেসিস সফটএক্সপো

শুরু হতে যাচ্ছে বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো।আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারী   ‘ফিউচার ইন মোশন’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম এ মেলার আয়োজন করছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মেলার বিস্তারিত তুলে ধরতে আজ বেসিস মিলনায়তনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের পরিচালক ও বেসিস সফটএক্সপো ২০১৭ এর আহবায়ক সৈয়দ আলমাস কবীর, বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, গোল্ড স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন। এছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি ফারহানা এ রহমান, বেসিসের পরিচালক উত্তম কুমার পাল, রিয়াদ এস এ হোসেনসহ বেসিস সফটএক্সপো ২০১৭ এর আয়োজক কমিটির সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমাদের দেশিয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায় প্রসারের সবচেয়ে কার্যকরী জায়গা বেসিস সফটএক্সপো। বিভিন্ন কারণে ২০১২ সালের পর আলাদাভাবে বেসিস সফটএক্সপো আয়োজন সম্ভব হয়নি। এখন থেকে পুনরায় প্রতিবছর বেসিস সফটএক্সপো আয়োজন করা হবে। আশাকরি বিগত সময়ের চেয়ে এবারের সফটএক্সপো সবচেয়ে সফল হবে।বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটি পিলার হলো বেসিস সফটএক্সপো। এবার আরও শক্তিশালী সেই পিলার। সম্মেলনে আরো জানানো হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা, সফল প্রয়োগ, টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরাপদ ও গ্রহণযোগ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থাপনা তুলে ধরার প্রয়াসে ২০০২ সাল থেকে বেসিস নিয়মিতভাবে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো’ আয়োজন করে আসছে। এই আয়োজনের মাধ্যমে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা, সাফল্য দেখানোর পাশাপাশি আইসিটি খাতের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার, কর্মশালাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে।

প্রদর্শনীতে দেশ বিদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইটি সংগঠন, স্থানীয় সফটওয়্যার কোম্পানি শতাধিক প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শন করবে। বেসিস সফটএক্সপো ২০১৭-তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সরকারি নীতিনির্ধারক, শিক্ষা ও প্রযুক্তিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাধারণ দর্শকসহ প্রায় ৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।  সফটএক্সপো ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক।এবারের মেলাকে ভাগ করা হয়েছে  বিজনেস সফটওয়্যার জোন, আইটিইএস এবং বিপিও জোন, মোবাইল ইনোভেশন জোন ও ই-কমার্স জোন এই ৪টি ভাগে ভাগ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় প্রসারে থাকছে স্থানীয় ও আন্তর্জাতিক বিজনেস ম্যাচমেকিং সেশন। বাড়তি সুবিধা হিসেবে থাকবে বিজনেস লাউঞ্জ। এছাড়া উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে লিডারস মিট, ডেভেলপার কনফারেন্স, টেক উইমেন কনফারেন্সসহ নানা আয়োজন। শিশুদের জন্য থাকছে কোডিং প্রোগ্রাম।সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে অন্তত ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি  সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ১০টির অধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।   সফটএক্সপোতে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার রফতানি বাড়াতে  আন্তর্জাতিক বিজনেস টু বিজনেস ম্যাচমেকিংয়ের আয়োজন করা হচ্ছে। এছাড়া থাকছে  তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের চাকরির সুযোগ করে দিতে থাকছে এন্টারপ্রেওনারশীপ অ্যান্ড ক্যারিয়ার ইন আইটি’ শীর্ষক আয়োজন। মেলায় আগত দশর্নার্থীরা পাবে ফ্রি ইন্টারনেট সেবা।

(http://www.softexpo.com.bd) ভিজিট করে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। সেখানে প্রদর্শনীর বিস্তারিত তথ্যও পাওয়া যাচ্ছে। এছাড়া প্রদর্শনীর অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.fb.com/BASIS.SoftExpo/) থেকে আপডেট পাওয়া যাচ্ছে। বেসিস সফটএক্সপোর অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপও উন্মোচন করেছে আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে https://play.google.com/store/apps/details?id=com.bd.softexpo অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

 

Share This:

*

*