ডেল ওয়েবসাইটে বাংলাদেশের পরিচয় পাকিস্তানী পতাকায়

প্রযুক্তি পন্যের নির্মাতা প্রতিষ্ঠান ডেল ওয়েবসাইটে  (www.dell.com) প্রযুক্তিগত সেবার জন্য বাংলাদেশের নাম যোগ করা হয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার ছিলো। তবে ঘটেছে তার বিপরীত। কান্ট্রি সিলেকশনের জায়গায় বাংলাদেশের নাম নির্বাচন করে দিলেও ডিসপ্লেতে ভেসে উঠছে পাকিস্তানের নাম ও তার পতাকা। যা সত্যিই দুঃখজনক। বিষয়টি নিয়ে ডেল বাংলাদেশে যোগাযোগ করার চেষ্টা করা হলেও  ফোন রিসিভ করা হয়নি।

Share This:

*

*