ঢাকায় এক আড়ম্বর পূর্ন এক অনুষ্ঠানের মাধ্যমে উম্মোচিত হলো এমএসআই ব্রান্ডের ২০০ সিরিজ মাদারবোর্ড। দেশের তথ্য প্রযু্িকত পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি’র আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসি এর হেড অব চ্যানেল সেলস্, সিনিয়র এজিএম মিঃ শাহীন মোল্লা, সিনিয়র ম্যানেজার-প্রোডাক্ট, মিঃ জয়নুস সালেকীন ফাহাদ, মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) এর এশিয়া প্যাসিফিক রিজিওনের সেলস্ স্পেশালিষ্ট মিঃ কেন সাং, এমএসআই এশিয়া প্যাসিফিক রিজিওনের একাউন্ট ম্যানেজার মিঃ গ্যারি চিউ, দেশের প্রথম সারির অন্তত ৮০টি কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রফেশনাল গেমার।
মিঃ কেন সাং যিনি এমএসআই সম্পর্কে মূল্যবান তথ্য তুলে ধরেন এবং এমএসআই এর পণ্য কিভাবে উত্তর উত্তর বিশ্বব্যাপি জনপ্রিয়তা লাভ করে তা সুন্দর ভাবে তুলে ধরেন। সেই সাথে বাংলাদেশের বাজারে গঝও এর পণ্যের ব্যাপক জনপ্রিয়তার কথা তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন। এমএসআই এশিয়া প্যাসিফিক রিজিওনের একাউন্ট ম্যানেজার মিঃ গ্যারি চিউ। তিনি এমএসআই ২০০ সিরিজ মাদারবোর্ডের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য গুলো তুলে ধরেন। নতুন সিরিজের মাদারবোর্ড গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি তিনি দর্শকদের তাৎক্ষনিক ভাবে বিভিন্ন প্রশ্ন করেন এবং সঠিক উক্তর প্রদানকারীদের মধ্যে গঝও এর মাউস, মাউস প্যাড সহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার প্রদান করেন। পরবর্তিতে মঞ্চে আসেন ইউসিসি এর এসিষ্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার মিঃ আসিফ আন্দালিব হক যিনি গঝও এর পণ্য বাংলাদেশের বাজারে বিপননের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো উপস্থাপন করেন। এর পর প্রফেশনাল গেমারদের পক্ষ থেকে জঠ গেমীং এর প্রতিষ্ঠাতা সদস্য মিঃ সাফি এই সিরিজের রোর্ডগুলো নিয়ে মূল্যবান কিছু তথ্য তুলে ধরেন।
ইউসিসি’র হেড অব চ্যানেল সেলস্, সিনিয়র এজিএম মিঃ শাহীন মোল্লা যিনি তার বক্তব্যের শুরুতেই আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ের সাথে সম্পৃক্ত থেকে ব্যবসায়ের উন্নতি সাধনের জন্য সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষ হয় এম এস আই ২০০ সিরিজের পণ্য গুলোর মোড়ক উম্মোচনের মাধ্যমে। উল্লেখ্য, ইন্টেল চিপসেট এর এমএসআই ২০০ সিরিজ মাদারবোর্ড গুলো ইন্টেল সেভেন জেন ক্যাবিলেক সিরিজ প্রসেসর এর জন্য বিশেষ ভাবে তৈরী। মাদারবোর্ড গুলোতে সর্বাধুনিক প্রযুক্তি যেমন অডিও বুষ্ট প্রো, বায়োস ফ্ল্যাশব্যাক প্লাস, ৩এক্স টারবো, এম.২ স্লট, , ভি আর বুষ্ট, মিসটিক লাইট সিঙ্ক সহ বিভিন্ন প্রযুক্তি সংযোজন করা হয়েছে।