শেষ হলো শীতকালীন আইসিটি মেলা ২০১৬

সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া  ৬ দিনের শীতকালীন আইসিটি মেলা শেষ হয়েছে। দেশের অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) এ শীতকালীন ডিজিটাল আইসিটি মেলা ২০১৬ তে মূল্য ছাড় আর উপহারের ছড়াছড়ি ছিলো। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরছেন এই মেলার মাধ্যমে। ক্রেতারাও তাদের পছন্দ মতো পণ্য কিনছেন।মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শনে ব্যাস্ত সময় পার করেছেন। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন  হিসেবে ছিলো প্রযুক্তি পণ্যের উপর আকর্ষনীয় মূল্য ছাড় ও উপহার সামগ্রী। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। প্রধান অতিথির বক্তেব্যে ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত দেশে একটি বড় স্থান করে নিয়েছে। আশা করি এই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) দেশের অন্য সব খাতকে অতিক্রম করবে।

মেলা উপলক্ষে সোমবার মেলার ৫ম দিনে তিনটি বিভাগে তিন শতাধিক শিশুর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও মেলায় ছিলো রক্তদান কর্মসূচী, ফ্রি মুভি দেখার সুযোগ,সেলফি প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা সহ নানান আয়োজন।  কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন,‘প্রতিবছরের তুলনায় এবারের মেলায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এই ডিজিটাল আইসিটি মেলার ক্রেতা-বিক্রেতা উভয় খুশি হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হিসেবে কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত।

Share This:

*

*