ক্রিকেট ডিজিটাল দুনিয়ায় অন্যতম ‘ম্যাচাও’

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম যারা স্বর্ণাক্ষরে লিখেছেন তাদের মধ্যে The Tigers অন্যতম । দিন যত গড়াচ্ছে ততই পরিনত হচ্ছে আমাদের ক্রিকেট। যতটুকু পিছপা ছিল তা হচ্ছে ক্রিকেট প্রযুক্তিতে , তবে সেটা এখন পূরণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট । The Tigers এখন বিশ্বে দ্বিতীয় ডিজিটাল মিডিয়া এই সফলতার অন্যতম দাবিদার Salutation 360°  ২০১৩ সালের শেষের দিকে বিসিবি কে ডিজিটাল বিশ্বে নতুন ধারার স্বাক্ষর রাখতে অনুপ্রেরনা দেয় Salutation 360°. শুরু হয়ে ডিজিটাল বিশ্বে টিকে থাকার যুদ্ধ। Solutions 360° এর ব্যবস্থপনা পরিচালক সৈয়দ আসিফ ইকবাল ২ বছর অক্লান্ত— পরিশ্রম করে ফেইসবুক, টুইটার, ইউটিউবে আকর্ষনীয় কন্টেন যোগ করতে থাকে যা রীতিমত সাড়া ফেলে দেয় ক্রিকেট ডিজিটাল দুনিয়ায়। এশিয়া কাপ ফাইনালের আগে ক্রিকেট প্রেমীদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে টাইগাদের সার্পোট করার অনবদ্য কাজটি করে Solutions 360° এরপর থেকে এদেশের ক্রিকেটের ডিজিটাল মিডিয়া নিয়ে রীতিমত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আসিফ ইকবাল। ২০১৫ সালে আরো দুই বন্ধুকে নিয়ে খুলেন Machaao Inc এই খান থেকে উপহার দেন যুগান্তকারী অ্যাপস Machaao, যা ক্রিকেট ডিজিটাল দুনিয়ার ধারণা পাল্টে দিয়েছে। ২০১৬ সালের জুলাই প্রাথমিক যাত্রা শুরু করে Machaao, এর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছ অ্যাপসটি , Machaao হচ্ছে ম্যাছেঞ্জার বট । যা বিশ্বে প্রথম Sports FBStart program ২০১৬ সালের ডিসেম্বর ১৬ তারিখ ফেইসবুক Machaao কে আমন্ত্রন জানায় FBStart প্রোগামে আসার জন্য । ম্যাচাও ম্যাচেঞ্জারে কোন ক্রিকেট খেলার শুধু বেসিক ইনফরমেশন টাইপ করলেই অটোমেটিক্যালি একের পর এক ইনফরমেশন পাঠতে থাকেবে ওই খেলা সর্ম্পকে। যার ফলে খুব সহজে বল টু বল হিসেবে চোখের সামনে ভাসতে থাকবে ।এই কারনেই অল্পসময়ে জনপ্রিয় হয়ে উঠেছে Machaao । ফেইসবুকে ম্যাসেঞ্জারে গিয়ে সার্চ করুন Machaao লিখে অথবা এই লিঙ্কে কিল্ক  m.me/machaao করলেই উপভোগ করতে পারবেন অ্যাপটির যাবতীয় সুবিধা।

Share This:

*

*