সকাল থেকেেই যে কোনো ক্যারিয়ারে গুগল ব্রাউজিংয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নেমসার্ভারেও বিভিন্ন আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। যা কিনা গুগলের নয়। বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরে (আইএসপি) সাথে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে। ডটবিডি সার্ভার থেকেই এর সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানায় তারা। টেকনিক্যাল ভাষায় একে বলে ডিএনএস ক্যাশ পয়জনিং।