ইটালির বিখ্যাত মটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বেনেলির ডিজাইনে কিওয়ে বাইক কেনা যাবে সাউথইষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে। ক্রেতারা এই কার্ড ব্যবহার করে যে কোন কিওয়ে মটরসাইকেল কিনতে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশে কিওয়ে মটরসাইকেল আমদানীকারক ও একমাত্র পরিবেশক স্পিডোজ লিমিটেডের সঙ্গে সাউথইষ্ট ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পিডোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী উর রহমান এবং সাউথইষ্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সবুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
স্পিডোজের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী উর রহমান বলেন, ‘আমরা চাই ক্রেতাদের হাতে সহজে কিওয়ে বাইক পৌঁছে দিতে। বাইকারদের কথা মাথায় রেখে আমরা ইস্টার্ন ব্যাংকের পর সাউথইষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে কিস্তি সুবিধা চালু করেছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইষ্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী আশফাক উর রহমান এবং স্পিডোজ লিমিটেডের ডিজিটাল ও কর্পোরেট মার্কেটিং পার্টনার ডিজিট্রন এর প্রধান পরিচালক রেজওয়ান হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।