বাংলাদেশে প্লেস্ক এর যাত্রা শুরু

ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট এবং হোস্টিং ব্যবসায় নেতৃস্থানীয় কন্ট্রোল প্যানেল প্লেস্ক (Plesk) বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি প্লেস্ক এর মাধ্যমে সারা বিশ্বে সেবা প্রদান করে আসছে ।  সেই ধারাবাহিকতায়, বাংলাদেশে ইওয়াই হোস্ট এর সাথে পার্টনারশিপ ভিত্তিতে তাদের কার্যক্রম শুরু করেছে ।  গত১৭ডিসেম্বার ২০১৬ বেসিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের শুভউদ্বোধন ঘোষণা করা হয় ।

অনুষ্ঠান  উপলক্ষে প্লেস্ক এর সিএসও ডাইয়ারমুড ডাল্টন বলেন “ প্লেস্ক অনেক আনন্দিত যে, তারা বাংলাদেশে জনপ্রিয় হোস্টিং কোম্পানি  ইওয়াই হোস্ট (EyHost.biz) এর সাথে তাদের কার্যক্রম শুরু করতে পেরে ”।তিনিআরওবলেন, বাংলাদেশেক্লাউড এবং হোস্টিং সেবার মান উন্নয়নে প্লেস্ক বাংলাদেশের সাথে থাকবে।

এ ব্যাপারে ইওয়াই হোস্ট এর সিইও ইমরান হোসেন বলেন “ এই প্রথম বাংলাদেশি হোস্টিং মার্কেটে কোন আন্তর্জাতিক কোম্পানি পার্টনারশিপের ভিত্তিতে কাজ করছে, আশাকরি  ইওয়াই হোস্ট এবং পেস্ক যৌথভাবে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উন্নত সেবা পৌঁছে দিতে সক্ষম হবে ” ।  বাংলাদেশে প্লেস্কের উদ্বোধনের এই আনন্দঘন মুহূর্তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস এর সন্মানিত প্রেসিডেন্ট জনাব, মুস্তফা জাব্বার, উপস্থিত ছিলেন পরিচালক জনাব রিয়াদ এস এ হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আরিফুল হাসান অপু সহ সকল সদস্যবৃন্দ।

Share This:

*

*