সাইবার নিরাপত্তা সেবায় স্মার্ট টেকনলজিস

বাংলাদেশে সাইবার নিরাপত্তা ব্যবসাকে সম্প্রসারিত করতে স্মার্ট টেকনোলোজিসকে প্রথম পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি সলিউশন প্রতিষ্ঠান ফরটিনেট। গত দুই বছর ধরে বাংলাদেশের বাজারে ফরটিনেট যে অবস্থান তৈরি করেছে,  সেটিকে  আরো গতিশীল করবে এই নিয়োগ প্রক্রিয়া।

বাংলাদেশের বাজারে ফরটিনেটের জন্য একটি নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করবে স্মার্ট টেকনোলজিস। বিশেষত তারা টেলিকম, আর্থিক সেবা এবং এসএমবি (সার্ভার ম্যাসেজ ব্লক) নিয়ে কাজ করা পরিকল্পনা করছে। দেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের আইটি পণ্যের প্রতিনিধি ও পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে । ফরটিনেট এর সার্ক এবং ভারতীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রাজেশ মাওরা বলেন, “পরিবেশক নিয়োগের এই প্রক্রিয়া- বহুমাত্রিক সেবা, প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশাগত সেবা প্রদান আরো গতিশীল হবে। এতে করে ফরটিনেটের বাংলাদেশে পথ চলা আরও সমৃদ্ধ হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের নতুন অংশীদার তৈরিতে এবং সময়ের চাহিদা অনুযায়ী ফরটিনেট সিকিউরিটি সলিউশন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্মার্ট টেকনোলোজিস।” ফরটিনেটের ব্যবসা বিস্তৃতির জন্য নিবেদিত থাকবে স্মার্ট টেকনোলোজিস। এ ক্ষেত্রে তারা বিক্রয়পূর্ব ও পরবর্তী কার্যাবলি পরিচালনার জন্য প্রশিক্ষত দল গঠন করবে। অংশীদারদের কর্মতৎপরতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে। বিক্রয় প্রতিনিধিদের ফরটিনেট সলিউশনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা  দিয়ে দক্ষ প্রতিনিধি হিসেবে গড়ে তুলবে।

ফরটিনেটের রয়েছে ‘ফরটিনেট সিকিউরিটি ফ্যাবরিক কনটেন্ট প্রসেসর’ এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সিকিউরিটি অপারেটিং সিস্টেম ফরটিওএস, যা গ্রাহকদেরকে নতুন উদ্ভাবনী নিরাপত্তার সাথে পরিচয় করিয়ে দিবে।  এ সব সিকিউরিটি সম্পৃক্ত থাকবে ইন্টারনেট অব থিংস (আইওটি)সহ ক্লাউড নেটওয়ার্কের সর্বত্র।  এতে করে গ্রাহকরা যে কোন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি থেকে  নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ব্যবসা-বাণিজ্যের জন্য ফরটিনেট সিকিউরিটি ফ্যাবরিক এক অনন্য সুযোগ। গ্রাহকদের  নিরাপদ বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে  ফরটিনেটের প্রযুক্তির সাথে আমাদের সম্বনয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে নতুন  দিগন্তের সূচনা করবে।’’

Share This:

*

*