বাংলাদেশে যাত্রা শুরু করলো বারাকুডা নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পন্য প্রতিষ্ঠান বারকুডা নেটওয়ার্ক সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়িক পর্যায়ের ব্যক্তিদের সম্মানে একটি পন্য ও প্রাতিষ্ঠানিক উপস্থাপনা অধিবেশন আয়োজন করে। প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা সমাধান, সফটওয়্যার উন্নয়ন সহ তথ্য নিরাপত্তা খাতে আন্তর্জাতিক সুনাম রয়েছে বারাকুডার বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিবেশক টেকনিক কম্পিউটার (প্রাইভেট লিমিটেড) সম্প্রতি ঢাকার গুলশানে লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পরিচালনার ঘোষনা দেয়। বারাকুডার ভারতীয় অঞ্চলের দেশীয় ব্যবস্থাপক মুরালি উরস এর উপস্থিতিতে এই ব্যবসায়িক সভায় বাংলাদেশের বানিজ্য ক্ষেত্রের দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।

Share This:

*

*