রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইডিইটি) সম্মেলন কেন্দ্রের “বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬” অংশ নেয় প্রযুক্তি পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মেলায় আসুস, লেনোভো ও ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, এডাটা, এফোরটেক ও টোটোলিংক ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড অংশ গ্রহণ করে । তিন দিন ব্যাপী এই মেলায় বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
মেলা উপলক্ষ্যে আসুস, লেনোভো ও ডেলের পক্ষ থেকে প্রতিটি ল্যাপটপে ছিল প্রায় ২ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় ও নানান উপহার।