বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাটা সেন্টার টেকনোলজি সামটি এবং গ্রীণ ডেটা সেন্টার কনফারেন্স। আগামী ২ ও ৩ ডিসেম্বর রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউটে ২ দিনব্যাপী এই কনফারেন্স এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকার ধানমন্ডির থেইমস স্কয়ারে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। মুলত সামিট এবং কনফারেন্সের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক ডিসি আইকনের প্রধান নির্বাহী মাসুদ পারভেজ, বাংলাদেশে কম্পিউটার সোসাইটির সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহান, আইইবির কম্পিউটার প্রকৌশন বিভাগের সচিব তমিজ উদ্দিন আহমেদে, এশারি বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্র এবং আপটাইম ইন্সিটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক জন ডাফিন। ডিসিআিইকনের প্রধান নির্বাহী মাসুদ পারভেজ বলেন, আমাদেরেকে সবার প্রথমেই ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর আমাদের লক্ষ্য হলো যারা ডাটা সেন্টার করবেন অথবা তৈরি করছেন তাদের সবাইকে একত্রিত করার প্রয়াসেই আমাদের এই সার্বিক আয়োজন। তিনি আরো বলেন ডাটা সেন্টার সামিটে তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট যে কেহই আসতে পারবেন এবং তার নলেজ শেয়ার করতে পারবেন। এক কথায় তথ্য প্রযুক্তি পেশাজীবি বা নীতি নির্ধারকদের জন্য এটি একটি উন্মুক্ত সামিট। সম্মেলনে আরো জানানো হয় ডাটা সেন্টার টেকনোলজি সামিট থেকে ডাটা সেন্টার ভোক্তাগণ তাদের সব ধরনের সমস্যার সমাধান পাবেন এবং এর মাধমে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাত আরো সুষ্ঠ ভাবে ব্যবহার করতে পারবেন। ডাটা সেন্টার টেকনোলজিস সামিট অ্যান্ড গ্রিন ডাটা সেন্টার কনফারেন্স- এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। সহ-আয়োজক আসরা (ASHRAE) বাংলাদেশ চ্যাপ্টার। গোল্ড স্পন্সর শার্ক। সিলভার স্পন্সর স্টারলাইন এবং টাইকো। বোঞ্জ স্পন্সর নো লিমিটস, ওরটেয়া, নেক্সআনস এবং এনলজিক। নলেজ পার্টনার আপটাইম ইনস্টিটিউট। সহযোগিতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, সিটিও ফোরাম বাংলাদেশ, আইএসপিএবি, বিডিনগ, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস, ডিইসি ইঞ্জিনিয়ার্স ক্লাব এবং ডি২ও।