মোবাইল টপ-আপ সেবা চালু করার জন্য ইউসিবি ব্যাংক এবং এস এস এল ওয়্যারলেস চুক্তি বদ্ধ

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে এস এম এস ব্যাংকিং সুবিধা ব্যবহার করে মোবাইল টপ-আপ প্রদান করার জন্য মোবাইলভিত্তিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডের (“SSL Wireless” নামে যাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে)  সাথে ২৮ নভেম্বর ২০১৬ তারিখে চুক্তিবদ্ধ হয়েছে। ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড -এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং SSL Wireless এর চীফ অপারেটিং অফিসার জনাব আশিষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর প্রদান করেন।

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড-এর গ্রাহকদের জন্য মোবাইল টপ-আপ সেবাটি SSL Wireless-এর গ্রাহকসেবার ক্ষেত্রে ধারাবাহিক অগ্রযাত্রারই একটি ফসল। এই সেবার মাধ্যমে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড এর গ্রাহকগণ যে কোনো সময় যে কোন স্থান থেকে এস এম এস ব্যাংকিং-এর মাধ্যমে তাদের মোবাইল ফোনের ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কার্ডস বিজনেস জনাব নেহাল এ হুদা, ভাইস প্রেসিডেন্ট এন্ড ইন-চার্জ ইনফরমেশান টেকনোলজি লিমিটেড জনাব এ ওয়াই এম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ব্যাংকিং ডিভিশন জনাব মোঃ গিয়াস উদ্দিন পিন্টু, হেড অব ন্যাশনাল সেলস জনাব আবুল কালাম আজাদ, হেড অব এডিসি,রিটেইল বিজনেস ডিভিশন জনাব আবু সাদাত মোঃ সায়েম এবং SSL Wireless- এর পক্ষ থেকে হেড অব ইঞ্জিনিয়ারিং জনাব মোঃ ইফতেখার আলম ইসহাক ও ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস সিনিয়র ম্যানেজার সউদ বিন জাহান সহ উভয় প্রতিষ্ঠানের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This:

*

*