মাইক্রোসফট এন্টারপ্রাইজ নিয়ে গত সোমবার একটি চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) ও টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লিমিটেড। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসা, এনবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থপনা পরিচালক সোনিয়া বশির কবির।
ডিজিটাল রূপান্তরে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে টেক ওয়ান গ্লোবাল লিঃ আশাবাদী যে, এ চুক্তি মাইক্রোসফোটের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এনবিএল’র সক্ষমতা বৃদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে এবং ডিজিটাল রূপান্তরের দিকে তাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। মাইক্রোসফটের পূর্ণ সম্ভাবনা ব্যবহারে একদম শুরু থেকে প্রযুক্তিগত যেকোনো পরামর্শ দেওয়া পর্যন্ত প্রয়োজনে এনবিএল’কে সবধরনের সহায়তা দিবে টেক ওয়ান গ্লোবাল লিঃ। টেক ওয়ান গ্লোবাল লিঃ ও মাইক্রোসফট সল্যুশনের সহায়তায় এনবিএল এখন প্রযুক্তিখাতের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত, পাশাপাশি এ খাতে দ্রুত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে তৈরি।
চুক্তি স্বাক্ষর নিয়ে এনবিএল’র ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) চৌধুরী মোস্তাক আহমেদ বলেন, ‘মাইক্রোসফটের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা ডিজিটাল সেবা চালু করার পরিকল্পনা করছি। নিরাপত্তা ও মেধা স্বত্ব রক্ষার ক্ষেত্রে এ চুক্তি কেবল আমাদের ব্যবসার প্রসারই ঘটাবে না বরং দেশে আমাদের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে। উক্ত প্রকল্প আমাদের কর্মক্ষেত্রের গতানুগতিক কর্মপদ্ধতিতে দক্ষতা বাড়াতে সহায়তা করবে।”
এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘বিশ্বজুড়ে প্রযুক্তিগত উন্নয়ন ও অগ্রগামীতার কারণে অনেকগুলো বিষয়ই আমাদের সামনে চলে এসেছে। প্রতিষ্ঠানসমূহের দক্ষতা ও কার্যকারিতাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে সহায়তা করতে সবসময়ের মতোই আমাদের লক্ষ্য এক ধাপ এগিয়ে থাকা। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সরকারের প্রয়াসের সাথে থেকে মাইক্রোসফট বাংলাদেশ, টেক ওয়ান গ্লোবাল লিঃ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মতো অংশীদার প্রতিষ্ঠান সমূহকে উৎসাহিত করবে এবং সহায়তা প্রদান করে যাবে।