১৪ নভেম্বর থেকে মায়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিও’র সবচেয়ে বড় আয়োজন ‘২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট’। সামিটের দ্বিতীয় দিনে নৈশভোজে তিনটি বিভাগে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে দুইটি বিভাগে পুরষ্কার অর্জন করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
অন্যদিকে, আজ সম্মেলনের শেষ দিন দুপুরে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে ’আউটরিচ টু এ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অ্যাসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা (Burnak Saraggananda)‘র হাত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ পুরস্কার গ্রহণ করেন। সরকারি সেবা প্রাপ্তিতে প্রযুক্তিকে সহজলভ্য করে দেশের জনগণের হাতে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরষ্কার গ্রহণের পর আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ত্বত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বিশ্বব্যাপী যে রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অ্যাসোসিওকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি’ পুরস্কার প্রাপ্ত হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন। বেসরকারি খাতে আইসিটি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখাসহ দেশের আইসিটি খাতে বেসরকারিভাবে সম্পৃক্ত থাকার সম্মাননা স্বরূপ স্মার্ট টেকনোলজি এই পুরস্কার অর্জন করে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম পুরস্কার গ্রহণের পর বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার আমাদের সংগঠন এবং দেশের জন্য উত্তম অর্জন। সরকারি ও বেসরকারিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দেশের যে-অগ্রগতি হচ্ছে, তা সারা পৃথিবী আজ দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছে। আমাদের পথ বহুদূর। আমরা অগ্রসর হচ্ছি দুরন্ত গতিতে। বাংলাদেশ কম্পিউটার সমিতি ও অ্যাসোসিওকে আমরা কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, এবারের সামিটে তিনটি বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হয়। আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি বিভাগে ১১টি, আউটস্ট্যান্ডিং ইউজার অর্গানাইজেশন বিভাগে ৬টি এবং ডিজিটাল সরকার বিভাগে ৭টি পুরস্কার বিভিন্ন দেশের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিয়ানমারের পরিবহন ও যোগাযোগমন্ত্রী উ থান জেমা বক্তৃতা দেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান এবং এ ধরণের আয়োজনের জন্য অ্যাসোসিওকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজ সম্মেলনের শেষ দিনে আইসিটি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের উইন্ডমিল অ্যাডভার্টাইসিং লিমিটেড এবং মায়ানমারের ম্যাঙ্গো মার্কেটিং সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিসিএস সভাপতি আলী আশফাকসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ‘২০১৬ অ্যাসোসিও আসিটি সামিট’-এ অংশগ্রহণকারী প্রতিনিধিদলে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং পরিচালক শাহিদ-উল-মুনীর ও এস এম ওয়াহিদুজ্জামানসহ আসিটি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রসঙ্গত, অ্যাসোসিও হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, কম্বোডিয়া, হংকং, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশ থেকে সদস্য এবং ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার ৭টি দেশ থেকে অতিথি সদস্য নিয়ে মোট ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানীর প্রতিনিধিত্বকারী সংগঠন।