এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগনাইজেশন (ASOCIO) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ এ ভূষিত করেছে। গতকাল সন্ধ্যায় মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত “২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিট” এর এক জমকালো অনুষ্টানে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা । আইসিটি ডিভিশনের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষণীয় প্রয়োগের মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাত্নক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এই পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কার প্রদানে বাংলা গভনেট ও ইনফো সরকার-২ প্রকল্পের আওতায় দেশের ৫৮ টি মন্ত্রণালয়/বিভাগ, ২২২ টি অধিদপ্তর/সংস্থা সহ সকল জেলা ও উপজেলাকে উচ্চগতির ফাইবার অপটিক কেবল সংযোগের আওতায় আনয়ন, আট শতাধিক ভিডিও কনফারেন্সিং সিস্টেম এর মাধ্যমে সরকারি কর্মকান্ড দ্রুততর গতিতে সম্পাদন, ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেক্ট(এনইএ) এর আওতায় ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে সরকারের আইসিটি-নির্ভর সকল কার্যক্রম ও সেবা প্রদান আরো সমন্বিত ভাবে সম্পাদন করতে সকল মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তরকে একটি একীভূত কাঠামোর আওতায় নিয়ে আসার প্রক্রিয়া ত্বরাণিত করা, মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দেয়া, প্রাথমিক শিক্ষকদের অবসর ভাতা প্রদানে অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা গ্রহণ, অনলাইনে ট্যাক্স ব্যবস্থাপনা বাস্তবায়ন,সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার স্মার্ট ডিভাইস প্রদানের মাধ্যমে প্রশাসনিক কর্মকান্ডে গতির সঞ্চার, ২৫ হাজার ওয়েবসাইটের সম্বনয়ে সরকারি ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারি সেবার তথ্য প্রদান ইত্যাদি কার্যক্রমকে বিবেচনা করা হয়েছে বলে এসোসিও’র পক্ষ হতে জানানো হয়।
পুরস্কার গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক প্রতিক্রিয়ায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ত্বত্তাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম যে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকান্ড আরো বেশী উদ্দীপনা পাবে, অনুপ্রেরণা পাবে। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনকে ‘ডিজিটাল গভর্র্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এসোসিও-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ”
এর আগে প্রতিমন্ত্রী পলক মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী (মিয়ানমার সরকার যোগাযোগ মানে তথ্যপ্রযুক্তিকেই বুঝায়) থান্থ সিন মাউং এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি মিয়ানমারের ডিজিটাল কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতেও আগ্রহ প্রকাশ করেন। তথ্যপ্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে উভয় পক্ষই নীতিগতভাবেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেও সম্মতি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, এর আগে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিগত ১৯ সেপ্টেম্বর ৪টি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘ICT For Development Award 2016 এ ভূষিত করে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা(আইটিইউ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও যুতসই ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীকে ২০১৫ সালে ICT’s Sustainable Development Award 2015, ২০১৪ সালে প্রধানমন্ত্রীকে ‘South-South Cooperation Visionary Award, ২০১১ সালে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ South-South Award প্রদান করেন। এছাড়াও, WITSA ২০১৪ সালে আইসিটি ডিভিশনকে ÔGlobal ICT Excellence Award’এ ভূষিত করেছে।
প্রসঙ্গত, এসোসিও অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, হংকং, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানীর প্রতিনিধিত্বকারী সংগঠন।