আসুসের নতুন গ্রাফিক্স কার্ড

আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড  গেমারদের জন্য নিয়ে এল অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড ডুয়াল-জিটিএক্স ১০৭০-০৮ জি । পিসি আই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন১৭৯৭ মেগাহার্জ ও মেমোরি ক্লক ৮০০৮ মেগাহাটর্জ।  শূন্য (০)  ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটি ফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। ওপেনজি এর ৪.৫ সমর্থিত, ৮ জিবি ডিডি আর ৫ ভিডিও মেমরী সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৭৬৮০ x ২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে। এইচ ডিসিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরো রয়েছে ১ টি ডিভিডি আই আউটপুট,  ১টি এইচডিএমআই আউটপুট, ২টি ডিসপ্লে পোর্ট। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুত গতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। কার্ডটির মুল্যে ৪৬,৬০০ টাকা। বিস্তারিত ০১৭১৩২৫৭৯৩৮।

Share This:

*

*