লাইফস্টাইল ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ এর চতুর্থ আসরে স্পন্সর হল রাজশাহী কিংস এর। এই চুক্তির মাধ্যমে রাজশাহী কিংস দলের মার্চেন্ডাইজিং কর্তৃত্ব পেল বাগডুম ডট কম। অনলাইনে শুধুমাত্র বাগডুম ডট কম এ পাওয়া যাবে রাজশাহী কিংস দলের পোশাক ও অন্যান্য পণ্য। বাগডুম ডট কম এর গুলশান ১ এ অবস্থিত কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাগডুম ডট কম এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন সিইও, সৈয়দা কামরুন আহমেদ ও রাজশাহী কিংস এর ম্যানেজিং ডিরেক্টর মাঈন চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগডুম ডট কম এর সিওও, মনোয়ার হোসেন খান ও সিএমও, মিরাজুল হক।
চুক্তির ফলে রাজশাহী কিংস এর টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি, সাব্বির রহমানের মত তরুণ বাংলাদেশী প্রতিভা এবং সদ্য সমাপ্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ম্যান অব দ্যা সিরিজ, মেহেদী হাসান মিরাজ বাগডুম এর প্রতিনিধি হিসেবে প্রচার করবেন। উল্লেখ্য যে, পূর্বে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যারেন স্যামি, সৌম্য সরকার সহ আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ নবী বিপিএল একটি দলের হয়ে বাগডুম ডট কম এর প্রচারণা করেন।