ফুডমার্টে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘রবি ধামাকা ডিসকাউন্ট অফার’

গ্রহকের প্রত্যহ জীবনের সময় এবং আনন্দের গুরুত্বের দায়িত্ব নিয়ে আধুনিক সময়ের সবচেয়ে আধুনিক এবং স্মার্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ফুডমার্ট অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার নিয়ে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে গত দুই বছরের বেশি সময় ধরে। এরই ধারাবাহিকতায় ফুডমার্টে (foodmart.com.bd) নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী  ‘রবি ধামাকা  ডিসকাউন্ট অফার’।

এই অফার এর আওতায় থাকছে, রবি গ্রাহকদের জন্য ফুডমার্টের মাধ্যমে খাবার অর্ডার দিয়ে ১০ শতাংশ ছাড়। রাজধানীর খিলগাঁও জোনের রবি গ্রাহকদের জন্য মিলবে এই অফার। খিলগাঁয়ের ১৫ টি সনামধন্য রেস্টুরেন্টে এই অফার চলবে ১১ নভেম্বর পর্যন্ত। রেস্টুরেন্টগুলো হলো, Basilico,Cafe 5Six7,Al Fresco Khilgoan,Cafe AppelianoAl Kaderia CafeGrind HouseBojraCheck InnTraditional bd KhilgoanFarid Bon AppetitRizq Hotel & Restaurant, Mr. BurgerAanganCafe Cherry DropsFood Fair.

ফুডমার্ট এ অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ভোজন-রসিকরা খাবার অর্ডার দিতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে পারবেন খুবই সহজে www.bit.ly/foodmartbd এই অ্যাপসটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।

সেবার মান বাড়ানোর উদ্যোগ হিসেবে ফুডমার্টের ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। এতে যুক্ত হয়েছে হালনাগাদ তথ্য, খাবারের মেনু, ডিসকাউন্ট অফার, রেস্টুরেন্ট রিভিউ, ফুডমার্ট টিভি, লাইভ চ্যাটিং, সবার ব্যক্তিগত তথ্যভান্ডার, গুগল ম্যাপের সাহায্যে রেস্তোরাঁ অনুসন্ধানের সুযোগ ও খাবারের সচিত্র উপস্থাপন।

ফুডমার্টের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন হেড এম এস আনোয়ার জানান, বর্তমান সময়ের খাবার প্রিয় মানুষগুলো অনেক আধুনিক এবং অনেক সচেতন। এই সচেতনতার অংশিদার ফুডমার্ট, প্রতিদিনেই পৌঁছেই দিচ্ছে গ্রাহকে বাসায় ও অফিসে তাদের পছন্দের খাবার।

তিনি আরও বলেন, আমরা আশা করি রবির ডিসকাউন্ট অফার গ্রাহকদের মাঝে সাড়া ফেলবে। অনলাইনে খাবারের অর্ডার দিতে মানুষ আরও বেশি উদ্ভুদ্ধ হবে।

 

Share This:

*

*