স্তন ক্যান্সার সচেতনতায় মোবাইল অ্যাপ

গোটাবিশ্বে  অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পরিচিত।পৃথিবীর সব দেশের নারীর জন্য স্তন ক্যান্সার একটি নীরব ঘাতক। হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর নতুন করে ২০ হাজারেরও বেশী নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয় । বিশেষজ্ঞরা বলেন, ৯০ % ক্ষেত্রেই সচেতনতা ও সময়মত চিকিৎসা বাঁচিয়ে তুলতে পারে রোগীকে এবং দিতে পারে সুস্থ্য স্বাভাবিক জীবন।  স্তন ক্যান্সারের লক্ষণগুলো যত দ্রুত ধরা পরবে ততই বেশি সুযোগ পাওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার; অর্থাৎ বাড়বে সুস্থতার সম্ভাবনাও। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত সচেতনতার অভাবে ক্যান্সার অনেক দেরীতে ধরা পরে যার কারণে নিরাময়ের সম্ভাবনাও অনেক কমে যায়। এর কার্যকর প্রতিকারের জন্য সময়মত স্তন ক্যান্সারের লক্ষণগুলো বুঝতে পারা খুবই জরুরী।তাই স্তন ক্যান্সার সচেতনতায় সাহায্য করার লক্ষ্যে কালারস এফএম ১০১.৬ CheckMate নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে

এখনও অনেক মানুষই স্তন ক্যান্সার নিয়ে সহজ ভাবে কথা বলতে পারেন না এমনকি ডাক্তার দেখাতেও লজ্জা বোধ করেন । আর এ কারণে দিন দিন বেড়েই চলছে স্তন ক্যান্সারের ঝুঁকি। CheckMate’ অ্যাপটির সাহায্যে নারীরা ঘরে বসেই স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানতে পারবেন এবং নিজেই নিজের স্তন পরীক্ষা করতে পারবেন। একজন নারী তিনটি সহজ ধাপে, স্তনে চাকা বা স্তনের চামড়ার পরিবর্তনের মতো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো ঘরে বসেই চেক করতে পারেন। এছাড়াও প্রয়োজনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে। আর রিমাইণ্ডার সেট করে প্রতিমাসে সেলফ চেকিং এই অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ ফিচার। আজ থেকে যেকোন অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে-স্টোর এ CheckMate Breast Cancer লিখে সার্চ করে  অথবা সরাসরি http://bit.ly/checkmatebreastcancer এই লিঙ্ক থেকে CheckMate অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে।

 

Share This:

*

*