বাজারে লেনেভোর আইডিয়া প্যাডমিক্স ৩১০

লেনোভোর  অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো আইডিয়া প্যাডমিক্স ৩১০ ট্যাবলেট পিসি। যে সব ক্রেতারা আধুনিক প্রযুক্তির ল্যাপটপ খুজেঁ বেড়ান তাদের জন্যই মুলত এই ল্যাপটপ। ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি ট্যাবলেট এবং ল্যাপটপ দুই ভাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ এর কিবোর্ড থেকে ট্যাবটি সম্পূর্ণ আলাদা করা যায়, যা ব্যবহারের জন্য খুবই উপযোগী।

ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এটম কোয়ার্ড কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম ৩২ জিবি স্টোরেজ (যা ৬৪ পর্যন্ত বর্ধিত করা যাবে)। ১০ ইঞ্ছি এই ল্যাপটপটিতে রয়েছে প্রিলোডেড উইন্ডোজ ১০ হোম ভার্সন অপারেটিং সিস্টেম।এছাড়াও এতে রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১০ ঘন্টা ব্যাটারি ব্যাক আপের সুবিধা। ছোট্ট এবং সহজ ব্যবহারযোগ্য এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র২৪,৫০০ টাকা। ২বছরের (১বছর সরাসরি এবং আরও ১ বছর ক্রেতার পক্ষ থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে) ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হউজে। বিস্তারিত : ০১৯৬৯৬৩৩১৫৩, ০১৯৭৭৪৭৬৫০২।

Share This:

*

*