আগমীকাল ই-কমার্স পলিসি কনফারেন্স

দেশের ই-কমার্স খাতকে সুষ্ঠ নীতিমালার আওতায় আনার লক্ষ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর উদ্দ্যেগে আগামীকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ই-কমার্স পলিসি কনফারেন্স। কনফারেন্সে ই-কমার্স সংশ্লিষ্ট ৫ টি সেমিনার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ইতিপুর্বে ই-ক্যাবের অফিসে ই-কমার্স পলিসি নিয়ে ১২ টি বিষয় ভিত্তিক সংলাপ অনুষ্ঠিত হয়। লোকাল অ্যান্ড ফলেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ , বিজনেস লিডারশীপ ডায়ালগ অন ই-কমার্স এবং অনলাইন পেমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ইত্যাদি বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে ই-কমার্স পলিসি কনফারেন্সে।

গতিশীল ই-কমার্স খাতটিকে একটি সুষ্ঠ অবকাঠামোর উপর দাড় করানোর লক্ষ্যে ই-কমার্স নীতিমালা তৈরি হওয়া খুব জরুরী বলে মনে করেন সংশ্লিষ্ট খাতের সকলেই। আইসিটি ডিভিশন ই-কমার্স পলিসি তৈরিতে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে ই-ক্যাবও আইসিটি ডিভিশনে পলিসির খসড়া কপি প্রদান করেছে।

পলিসি কনফারেন্সের প্ল্যাটিনাম স্পন্সর ভিসা, সিলভার স্পন্সর এস এস এল কমার্জ ও নলেজ পার্টনার হিসেবে রয়েছে কম্পিউটর জগৎ।

 

Share This:

*

*