ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে দেশের প্রথম অ্যাপভিত্তিক কার সার্ভিস চলো। মেলায় ১৫ নম্বর মিনি প্যাভিলিয়নে (হল নম্বর ৪) চলো অ্যাপ বিনামূল্যে নিবন্ধনের ব্যবস্থা রেখেছে। যারা স্পটে অ্যাপ নিবন্ধন করবেন তাদের চলো কর্তৃপক্ষ সহযোগিতাও করবে। তিন দিনব্যাপী এই মেলায় যতজন নিবন্ধন করবেন তাদের মধ্যে থেকে লটারি করে একজনকে দেওয়া হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট।
চলোর প্যাভিলিয়নে ই-কমার্স উদ্যোক্তারা চলোর নতুন উদ্যোগ সার্ভিস ডেলিভারির নিবন্ধনও করতে পারবেন। এছাড়া এখন থেকে চলো অ্যাপে মিলবে বিভিন্ন এয়ারলাইনসের বিমান টিকিট।
চলোর প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, চলো প্রিমিয়াম ও ইকো সার্ভিস তো আছেই। ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সার্ভিস ডেলিভারি ও চলো টিকিট সার্ভিস চালু করছি। আশা করছি এতে করে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারব। চলোর ওয়েব ঠিকানা: www.chalo.com.bd