চলছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সভাপত্বিতে ডিজিটাল বিশ্বে নন-স্টপ বাংলাদেশ শ্লোগানে মুখরিত হয়ে শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ও ডিজিটাল বাংলাদেশ প্রকল্প চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছে। মেলায় রয়েছে ১৮ টি সেমিনার। প্রায় ২ শতাধিক দেশি বিদেশি বক্তা এসব সেমিনারে নিজেরদের অভিজ্ঞতা তুলে ধরবেন। মেলা উদ্বোধনের পর সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় ও আইসিটি ডিভিশন, রবি হুয়াউয়ের যৌথ উদ্যোগে গ্রামীণ পর্যায়ে নারীর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে পাঁচটি মোবাইল বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮ টায়। মেলার প্রবেশ ফি নেই। মেলা শেষ হবে ২১ অক্টোবর। মেলার সহযোগিতায় রয়েছে বেসিস ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Share This:

*

*