টিকেট কিনুন জার্সি জিতুন

টিকেট কিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি জেতার সুযোগ নিয়ে এসেছে অনলাইন টিকেটের প্লাটফর্ম বিডিটিকেটস ডটকম। ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ শিরোনামে এ ক্যাম্পেইন গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১ নভেম্বর, ২০১৬ পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালে বিডিটিকেটস থেকে একসাথে কিংবা পৃথকভাবে তিনটি টিকেট কিনে প্রতিদিন প্রথম পাঁচজন পাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। প্রতিদিনের বিজয়ীদের নামের ঘোষনা বিজয়ীদের মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোন গ্রাহক একবার বিজয়ী হলে পুনরায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। ৭ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বিজয়ীদের জার্সিগুলো দেয়া হবে। বিডিটিকেটস’এর মাধ্যমে ঘরে বসেই বাস, লঞ্চ এবং মুভির টিকেট কেনা যায়।

Share This:

*

*